ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১
বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে সাড়ে ৬ হাজার বস্তা সার নিয়ে একটি কার্গো ডুবে গেছে। তবে চালক ও দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। সোমবার দুপুরে উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘দুপুরের দিকে আমরা নদীর পাড় থেকে দেখি সবুজ রঙের একটি কার্গো ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিকেল ৪টার দিকে এটি পুরোপুরি ডুবে যায়।’
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘৫০ কেজি ওজনের সাড়ে ৬ হাজার বস্তা সার ছিল নৌযানটিতে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া থেকে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সারগুলো নষ্ট হয়ে গেছে। আর কার্গোটি নদীতে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে। ইউএনও রিপন কুমার সাহা বলেন, কার্গোটি কীভাবে ডুবল তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network