ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটেছে ওই সীমান্তে শুক্রবার গভীর রাতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর ছেলে রাজমিস্ত্রি শামীম হোসেন (২৬) ও হামিদুল ইসলামের ছেলে শাহজালাল মিয়া (১৭) শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬ নং এর ৭ এস পিলারের সন্নিকটে কুচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের নাজির হোসেনের বাড়ির গেট নির্মাণের কাজ করতে যায়।
এ সময় ভারতের দীঘলটারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে নাজির হোসেনের বাড়ি থেকে ওই বাংলাদেশি দু’জনকে আটক করে ভারতের ক্যাম্পে নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে আটক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল জামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অবৈধ অনুপ্রবেশ করে ভারতের এলাকায় বাংলাদেশের সামগ্রী নিয়ে প্রবেশ করায় বিএসএফ তাদের আটক করেছে। তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে বিএসএফ-এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network