রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না ইসলামী আন্দোলন

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না ইসলামী আন্দোলন

নতুন নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত দলগুলোকে নিয়ে রাষ্ট্রপতির আহ্বানে সংলাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ শনিবার (০১ জানুয়ারি) দুপুরে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংলাপে অংশ না নেয়ার কথা জানান সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেছেন, ‘জনআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে একটি আবেদনহীন ও তাৎপর্যহীন সংলাপে অংশ নেয়াটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সঙ্গত মনে করে না।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতির সংলাপ নিয়ে দেশের চিন্তাশীল মহল, রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ জনগণের মাঝে আমরা কোন আগ্রহই দেখতে পাচ্ছি না। বরং জনগণ মনে করছে, রাষ্ট্রপতির সংলাপে ফলপ্রসূ কিছু হবে না। অতীতের দুটি সংলাপ যেমন জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, চলমান সংলাপেও এর ব্যতিক্রম কিছু হবে বলে জনগণ মনে করে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত ও পদক্ষেপের ক্ষেত্রে দেশের জনগণের অনুভূতি, দেশপ্রেমিক বুদ্ধিজীবী শ্রেণীর পরামর্শ ও মতামত ও সিভিল সোসাইটির পর্যবেক্ষণ ও বিশ্লেষণকে অধিকতর মূল্যায়ন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন