ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২০
দক্ষিণ বাংলায় অন্যতম স্নায়ুরোগ ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অমিতাভ সরকারের বিরুদ্ধে কথিত মিডিয়ায় অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। একজন সু চিকিৎসক হিসাবে ডাঃ অমিতাভ সরকারের সুখ্যাতি দক্ষিনাঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমাদের এ অঞ্চলের জন্য নিউরো মেডিসিনের চিকিৎসক হিসাবে তাকে নিয়ে গর্ব করা যায়। আর এ জন্য একটি কু চক্রিমহল অখ্যাত মিডিয়ায় তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ডাঃ অমিতাভ সরকার দক্ষিণাঞ্চলে একমাত্র নিউরো বিশেষজ্ঞ যিনি রোগিদের স্বাস্থ্য সেবায় আস্থা অর্জণ করেছেন। ফলে দূর দুরান্ত থেকে তার কাছে রোগি আসেন। তার ভিজিট বা ফিসও কম। রোগিদের চাপ সামলাতে আগ থেকেই সিরিয়াল দিতে হয় যা বাংলাদেশের প্রায় সব বিশেষজ্ঞ এবং সাধারণ ডাক্তারদের ক্ষেত্রেও প্রযোজ্য। তার এই সুনাম ক্ষুণœ করতে রোগির চিকিৎসা নিয়ে কিছু খুজে না পেয়ে সিরিয়াল লেখা নিয়ে সংবাদ প্রচার তারমত স্বনামধন্য চিকিৎসকের বিরুদ্ধে মানহানীকর। এ ছাড়াও ঐ প্রতিবেদনে বেলভিউ কর্তৃপক্ষের বক্তব্য উপস্থাপন করা হয়েছে যা একেবারেই অসত্য। বেলভিউর চেম্বারে প্রাকটিসরত চিকিৎসকদের বেলভিউ কর্তৃপক্ষ সবসময় সন্মান প্রদর্শন করে আসছে। শুধু বেলভিউতে প্রাকটিসরতই নয়, বরিশালের কোন স্বানমধন্য চিকিৎসকের বিরুদ্ধে বেলভিউ কখনও কোন বক্তব্য প্রদান করে না, তাদের বিরুদ্ধে অপ প্রচারও সমর্থন করে না। কথিত কিছু মিডিয়ার কার্ড সম্বলিত সাংবাদিক নামধারী সম্ভবত বিনা মূল্যে স্বাস্থ্য সেবার নেবার অপপ্রায়স ব্যর্থ হওয়ায় বরিশালের স্বনামধণ্য চিকিৎসক ডাঃ অমিতাব সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন যা নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার হলে আইনানুগ ব্যবস্থা গ্রহনে বেলভিউ কর্তৃপক্ষ বাধ্য হবে।
চেয়ারম্যান
বেলভিউ হসপিটালস ও মেডিকেল সার্ভিসেস লিঃ
১১৪ সদর রোড বরিশাল।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network