ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২২
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রফিকুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণি–পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তবে সেখানে আওয়ামী লীগের পদধারী কোনো নেতা ছিলেন না।
মানববন্ধনে বক্তারা বলেন, রফিকুল ইসলামের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। পাশাপাশি দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। তাই শাস্তিস্বরূপ রফিকুলকে দল থেকে আজীবন বহিষ্কার করার দাবি জানান তাঁরা।
রফিকুল ইসলাম উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। তিনি রাজাপুর উপজেলা আওয়ামী লীগের ৯ নম্বর সহসভাপতি।
খোঁজ নিয়ে জানা গেছে, রফিকুল ইসলামের ভিডিওটি দুই সপ্তাহ ধরে ফেসবুক মেসেঞ্জার ও ইমোতে ছড়িয়ে পড়েছে। এর পর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রফিকুল ইসলামের বহিষ্কার দাবিতে উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটানো হয়েছে।
এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। গত ৫ জানুয়ারি উপজেলার ছয়টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের স্বাক্ষরিত আবেদনপত্রটি জেলায় পাঠানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বরিশাল বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককেও এই আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান বলেন, রফিকুল ইসলামের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দলের কোনো নেতার ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নেবে না।
এ বিষয়ে কথা বলতে রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network