নগরীতে চারশতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

নগরীতে চারশতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ১

বরিশাল নগরীর ভিআইপি গেট এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলী শেখ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বাধীন একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।
কোতয়ালি থানা পুলিশের ওসি আজিমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হায়দার আলী শেখকে গ্রেপ্তার করা হয়। এবং তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা গ্রহণ পরবর্তী তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’

সংবাদটি শেয়ার করুন