ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২
বরিশালের মুলাদীতে ফেসবুক পোস্টের জেরে ছাত্রলীগ নেতার হামলায় রিফাত নামে সংগঠনটির এক কর্মী আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে চরকালেখান আদর্শ কলেজে এই ঘটনা ঘটে। ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম আহম্মেদের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত রিফাত চরকালেখান আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, বুধবার রিফাত ক্লাস করতে কলেজ যায়। সকাল ১০টার দিকে তামিম ও তার সহযোগীরা তাকে কথা শোনার জন্য ডাক দেয়। ওই সময় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সামনেই তামিম ক্রিকেট ব্যাট দিয়ে রিফাতকে বেধড়ক মারধর করে আহত করে। একপর্যায়ে সে মেঝেতে পড়ে গেলে তামিমের সহযোগীরা কিলঘুষি ও লাথি মারতে থাকে। পরে কলেজ শিক্ষক ও ছাত্ররা রিফাতকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।
চরকালেখান কলেজ ছাত্রলীগ সভাপতি এস.এম তারেক হোসেন বলেন, তামিম আহম্মেদ ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মুলাদী থানার এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network