ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
দৌলতখান (ভোলা) প্রতনিধিি
ভোলার দৌলতখানরে দক্ষণি জয়নগর ইউনয়িনরে র্সদার হাট সংলগ্ন খালরে ওপর নর্মিতি পুরানো একটি ব্রীজ র্দীঘ দনি সংস্কার না করায় অবশষেে ব্রীজটি ভঙ্গেইে গলেো। এতে র্দুভােগে পড়ছেনে ওই ইউনয়িনরে কয়কেটি গ্রামরে হাজার হাজার মানুষ। শুক্রবার র্সদারহাট সংলগ্ন খালরে ওপর কয়কে যুগ র্পূবে নর্মিতি একটি ব্রজি হঠাৎ ভঙেে খালে পড়ে যায়। এতে করে ওই ইউনয়িনরে সাথে কয়কেটি গ্রামরে যোগাযোগ বচ্ছিন্নি হয়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে জন দুর্ভভোগরে সৃস্টি হয়ছে।ে ‘পচাগো পুল’ নামে পরচিতি এই ব্রজিটি দয়িে ইউনয়িনরে কয়কেটি গ্রামরে হাজার হাজার মানুষ চলাচল করতো। ব্রজিটি ভঙেে যাওয়ায় জনর্দুভােগ চরম র্পযায়ে পৌঁছছে।ে র্দুভােগে পড়ছেে কয়কেটি মাধ্যমকি বদ্যিালয়, মাদ্রাসা ও প্রাথমকি বদ্যিালয়রে শক্ষর্িাথীরাও। দক্ষণি জয়নগর ইউপি চয়োরম্যান নাজমুল হাসান বাচ্চু বলনে, আমি ব্রীজ ভাঙ্গার খবর পয়েে সাথে সাথইে ঘটনাস্থলে গয়িে তাৎক্ষণকি ভাবে সাঁকো তরৈি করে দয়িছে।ি নতুন ব্রীজ নর্মিানরে জন্য সংশ্লষ্টি র্কতৃপক্ষকে ব্যাবস্থা গ্রহণরে জন্য বলছে।ি উপজলো প্রকৌশলী মাইদুল ইসলাম খান বলনে, নতুন ব্রীজ নর্মিাণরে জন্য প্রকল্প প্রস্তাব তরৈি করে সংশ্লষ্টি দপ্তরে পাঠানো হয়ছে
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network