ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলপডুয়া বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে এক বখাটে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত মামুন সাজ্জালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের নিজামুল হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদার (২০) দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল। স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ বিভিন্ন অশালীন কথাবার্তা বলত সে। এমনকি নানা অযুহাতে স্কুলছাত্রীর বাড়িতে ঢুকেও উত্যক্ত করত। এ অবস্থায় ওই স্কুলছাত্রীর বড় ভাই মামুন বখাটে ফরিদকে নিষেধ করলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে বখাটে ফরিদ।
এ বিষয়ে মামুন বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইন্দুরকানী থানায় বখাটে ফরিদ নামে থানায় লিখিত অভিযোগ করেন।
আহত মামুন সাজ্জাল জানান, আমার ছোট বোন সেতারা স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাকে স্থানীয় বখাটে ফরিদ উত্যক্ত করায় আমি প্রতিবাদ করি। এতে সে আমাকে পিটিয়ে পা ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত করে। এ ঘটনার পর বখাটে ফরিদের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network