ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২
বিপিএল শুরুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরচুন বরিশালের তিনজন—উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান, ব্যাটসম্যান মুনিম শাহরিয়ার এবং ব্যাটিং কোচ নাজমুল আবেদিন।
তিনজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে বরিশালের টিম ম্যানেজমেন্ট। তবে পরে আরেক বিবৃতিতে বরিশাল জানিয়েছে, আজ ফিরতি টেস্টে নেগেটিভ হয়েছেন নুরুল। আগামীকাল আবারও টেস্ট করানো হবে তাঁর।
বিবৃতিতে বরিশাল এর আগে জানিয়েছিল, গত ১৭ জানুয়ারির টেস্টে পজিটিভ হন নুরুল। নাজমুল ও মুনিম পজিটিভ হন ১৮ জানুয়ারিতে করা টেস্টে।
নুরুল বাংলাদেশের সবশেষ নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে খেলেছিলেনও নুরুল।বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের অধিনায়কত্বে টস জিতে ফিল্ডিং করছে বরিশাল। নুরুলের বদলে বরিশালের উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করছেন ইরফান শুক্কুর।
দলে তিনজন বিদেশি খেলোয়াড় হলেন—ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আলজারি জোসেফের সঙ্গে ইংল্যান্ডের জেক লিনটট।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network