ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি / পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো একটি মৃত ডলফিন। রবিবার বেলা এগারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্টে এটিকে স্থানীয়রা দেখতে পায়। পরে ব্লু-গার্ডের সদস্যরা খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ ফুট দৈর্ঘ্য ও প্রায় ১ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ঠোট এবং একটি কান কাটা ছিল। ধারনা করা হচ্ছে, জেলেদের জালের আঘাতে এটির মৃত্যু হয়েছে। পরে জেলা বন কর্মকর্তার নির্দেশে ব্লুগার্ডের সদস্যরা এটিকে মাটি চাপা দেয়। এর আগে গত বর্ষা মৌসুমে কুয়াকাটা সৈকতে বিভিন্ন প্রজাতির একাধিক মৃত ডলফিন ভেসে আসে। সেগুলো উদ্ধার করে নমুনা সংগ্রহ করে গবেষকরা বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক ল্যাবে পাঠনো হয়েছে বলে জানা গেছে।
ইউ এস এইড ইকোফিস-২এক্টিভিটি প্রকল্পের ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, আমরা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে জেলেদের সচেতনতা সৃস্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
পটুয়খালী জেলা বন বিভাগের বিভাগীয় বর্ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ডলফিন মৃত্যুর ঘটনায় আমরা উদ্বিগ্ন। ডলফিন রক্ষায় বেশ কয়েকবার জেলেদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network