ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২
বরগুনায় পর্নোগ্রাফি মামলায় পাঁচ কিশোরকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার তালতলী উপজেলার বেহালা গ্রামের হারুন মিস্ত্রীর ছেলে মহিউদ্দিন (১৫) ফিরোজ মিস্ত্রীর ছেলে রিয়াজ (১৬), বাবুলের ছেলে বিপ্লব (১৬), কেশবের ছেলে অভিজাত কানাই (১৬) ও মোখলেছ খানের ছেলে বেল্লাল (১৬)।
মামলা সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে আসামিরা পথেঘাটে উত্ত্যক্ত করত। মেয়েটি প্রতিবাদ করলে আসামি বিপ্লব কৌশলে ওই ছাত্রীর ছবি তুলে নেয়।
পরে মেয়েটির ছবির সঙ্গে অপর একটি নগ্ন ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। বাদী ছবিটি দেখতে পেয়ে ২০১৬ সালের ৮ জানুয়ারি থানায় মামলা করে।
তদন্তকারী কর্মকর্তা মো. নুরুজ্জামান মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. নিজাম উদ্দিন বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, কিশোর হলেও এখন তারা বয়স্ক। কিশোররা জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল। আদালত সঠিক রায় দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network