ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২
বরিশালে এখনও করোনা শনাক্তের হার ৪০ ভাগের বেশি। গত মঙ্গলবার রাতে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১.৯৭ ভাগ।
এর আগে গত সোমবার রাতের রিপোর্টে শনাক্তের হার ছিল ৪৮.০৭ ভাগ, রবিবার ৩৬.২০ ভাগ, শনিবার ৩২.০৮ ভাগ, শুক্রবার ৪৩.৩৯ ভাগ, বৃহস্পতিবার ৩২.০৮ ভাগ, বুধবার ২৪.৫৪ ভাগ, মঙ্গলবার ২৬.৩৮ ভাগ, সোমবার ১৭.৭২ ভাগ, রবিবার ১২.২২ ভাগ এবং গত শনিবার (১৫ জানুয়ারি) ছিল ৫.০৪ ভাগ।
এদিকে, শেবাচিমের করোনা ওয়ার্ডে গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসায় সুস্থ হয়ে ১১ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে তিনজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৫ জন রোগী।
এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে নানা উপসর্গ নিয়ে ৭ হাজার ৫০৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২৮ জনের করোন ছিল পজেটিভ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network