ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২২
বরিশাল জেলা মহিলা দলের (উত্তর) সভাপতি শায়লা শারমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগের একটি মাদকবিরোধী শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
দলীয় সূত্র জানায়, সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মসূচিতে অংশ নেওয়ায় শায়লা শারমিনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। তবে ছবিটি গত বছরের ৩০ নভেম্বরের। এর আগে ওই বছরের ৯ নভেম্বর তাঁকে বরিশাল জেলা (উত্তর) মহিলা দলের সভাপতি করা হয়।
গত মঙ্গলবার বিকেলে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শায়লা শারমিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শায়লা শারমিন বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য।
জেলা বিএনপি ও মহিলা দলের কয়েক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন শাখা যুবলীগের উদ্যোগে গত ৩০ নভেম্বর নাজিরপুর এলাকায় মাদকবিরোধী শোভাযাত্রা বের হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। ওই শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় মহিলা দলের নেত্রী শায়লা শারমিনকেও।
শায়লা শারমিনের শোভাযাত্রায় অংশ নেওয়ার ওই ছবি কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা হয়। পরে ছবিসহ বিষয়টি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের জানান স্থানীয় নেতারা।
বহিষ্কারের বিষয়ে জানার জন্য শায়লা শারমিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজবাউদ্দীন ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘শায়লা শারমিনকে বহিষ্কারের আদেশের অনুলিপি আমরা পেয়েছি। এর বেশি কিছু আমরা জানি না।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network