ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
বরগুনা প্রতিনিধি / বরগুনার তালতলীতে রুমা (১৮) নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শিকারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এসময় তার লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। এদিকে, ঘটনার পর থেকে নিহতের প্রেমিক কাইউম পলাতক রয়েছে।
মৃত রুমা তালতলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও শিকারীপাড়া এলাকার আলাউদ্দিন মোল্লার মেয়ে। তার প্রেমিক কাইউম একই এলাকার হাফিজুর হাওলাদারের ছেলে এবং বরিশালের একটি কলেজের ছাত্র।
চিঠিতে ওই শিক্ষার্থী উল্লেখ করেছেন, ‘আমার মুত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা ও মা তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি কাইউমকে ভালোবাসি, আমাদের প্রেম খাঁটি ছিলো। শুধু একদিন বাজার থেকে গাড়িতে করে বাড়িতে যাওয়ার সময় আমি কাইউমের হাত ধরেছি। এছাড়া আমাদের ভেতরে আর কোনো সম্পর্ক হয়নি। ভালো থেকো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।’
নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতোই কলেজ শিক্ষক আবদুল রহমানের কাছে প্রাইভেট পড়ে সকাল ১০টায় বাড়িতে যায় রুমা। এরপর বাবা আলাউদ্দিন মোল্লার সঙ্গে সকালের খাওয়া শেষ করেন। পরে তার বাবা-মা মাঠে ধান শুকাতে যায়। কিছুক্ষণ পর তারা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে মেয়েকে ডাকাডাকি করেন। এসময় সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখতে পায় মেয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রুমার লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আলাউদ্দিন মোল্লা বলেন, আমার মেয়ে সকাল সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে যেকোনো সময় প্রথমে বিষ পান করেছে। পরে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে বরগুনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রির্পোট হাতে এলে পরবর্তীতে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network