ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বরিশালের বানারীপাড়ায় ১০ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ে এমএ লতিফ বহুমুখী আলীম মাদ্রাসাছাত্রীকে সোমবার রাতে একা ঘরে পেয়ে পার্শ্ববর্তী শুক্কুর আলী হাওলাদারের ছেলে হৃদয় ধর্ষণ করে। সংশ্লিষ্ট থানা পুলিশ এই ঘটনায় বিশোর্ধ্ব হৃদয়কে গ্রেপ্তার করাসহ একটি মামলা গ্রহণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সোমবার বিশ্ব ভালোবাসা দিবসে রাত সাড়ে ৮টার দিকে বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাদ্রাসাছাত্রীর জ্বরাক্রান্ত মা বাজারে ওষুধ ও বাবা ফল কিনতে যাওয়ায় যান। এসময় তাকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী হৃদয় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসাছাত্রীর বাবা ইদ্রিস হাওলাদার বাদী হয়ে ওই রাতেই থানায় একটি অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করাসহ মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওসিসিতে প্রেরণ করে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ধর্ষণ মামলা গ্রহণ পরবর্তী ১৫ ফেব্রুয়ারি অভিযুক্ত যুবককে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network