ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছের নম্বর বিভ্রাটের কারণে এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গণিত বিভাগে ভর্তি হয়েছিলেন। ভর্তি বাতিলকৃত ওই শিক্ষার্থীর নাম জেসিয়া জাকির ইকতার।
বুধবার (১৫ই ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ভর্তি কার্যক্রমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাহাত হোসাইন ফয়সাল।
বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ৮ম মেধা তালিকায় গণিত বিষয়ে ভর্তি হন ওই শিক্ষার্থী। সেখানে দেখ যায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে আইসিটি, গণিত এবং জীববিজ্ঞান এই তিনটি ঐচ্ছিক বিষয়ের যেকোনো দুটি বিষয়ের উত্তর দেয়ার নিয়ম থাকলেও তার তিনটি বিষয়েই প্রাপ্ত স্কোর দেখাচ্ছে। ফলে ভর্তি পরীক্ষার স্কোর ৩২ এর পরিবর্তে দেখায় ৪২.২৫। তবে গুচ্ছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ৩২ ই দেখানো হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক জানান, গুচ্ছ সার্ভার থেকে মার্কস সেটিং এর সময় এমনটা হয়েছে।
আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
এছাড়া তিনি আরো জানান, ঐ শিক্ষার্থীর ভর্তি আমরা বাতিল করেছি। এছাড়া খুব শিগগিরই মেধাতালিকা দেয়ার পরিবর্তে গণবিজ্ঞপ্তি আকারে ভর্তিচ্ছুদের ডাকা হবে। তবে ভর্তি মেধাক্রম অনুসারেই নেয়া হবে। এছাড়া পূর্বে মেধাতালিকা স্থান পাওয়াদের মধ্যে যারা বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি তাদেরকেও সুযোগ দেয়া হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network