ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
খবর পেয়ে বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলাম শাওনের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নে তেঁতুলিয়া নদীর কাঁচারির ঘাট এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয়।
যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম, পরিচয় জানা যায়নি।
পুলিশের ভাষ্য, শুক্রবার রাত ১১টার দিকে স্থানীয় জেলেরা নদীতে মাছ শিকার করার সময় চরে যুবকের মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বোরহানউদ্দিন থানার এসআই মোহাইমিনুল ইসলাম শাওনের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, ‘লাশটির নাম ও পরিচয় এখনও আমরা পাইনি। তবে লাশটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network