চোরাই স্বর্ন ক্রয় ॥ বরিশালের স্বর্ণ ব্যবসায়ী সুনীল গ্রেফতার

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

চোরাই স্বর্ন ক্রয় ॥ বরিশালের স্বর্ণ ব্যবসায়ী সুনীল গ্রেফতার

স্বর্ণ প্রতারকচক্রের বিরুদ্ধে খুলনায় দায়েরকৃত একটি মামলায় বরিশালের কাটপট্টি রোডের স্বর্ন ব্যবসায়ী সুনীলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রতারকচক্রের কাছ থেকে কেনা সাত ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের কাটপট্রি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, খুলনায় একটি স্বর্ণ প্রতারকচক্রের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় একজনকে গ্রেফতার করা হলে সে বরিশাল নগরের সুনীল কর্মকারের কাছে চোরাই স্বর্ণ বিক্রয়ের বিষয়টি পুলিশকে অবহিত করে।
এরপর খুলনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের সহায়তায় নগরের কাঠপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় সুনীল কর্মকারকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে চোরাইকৃত সাত ভরি স্বর্ণ উদ্ধার করে খুলনা পুলিশ।গ্রেফতারের পর তাকে নিয়ে খুলনা চলে যায় অভিযানকারী দল।

সংবাদটি শেয়ার করুন