ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৯ফেব্রুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনে প্রতিবাদ করায় সাংবাদিককে মারধর, হত্যা চেষ্টা ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার মামলায় অভিযুক্ত বেল্লাল হোসেন হাওলাদার (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পার্শ্ববর্তী বরগুনা জেলা সদরের গগন স্কুল সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে। শনিবার সকালে আটককৃত বেল্লালকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সাংবাদিক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ মাদকাসক্ত বেল্লালসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত বেল্লাল পলাতক ছিল।
এদিকে মাদকাসক্ত বেল্লালকে আটক করায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও রিপোর্টার্স ক্লাবসহ কলাপাড়া আইনজীবী কল্যান সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম বলেন, পার্শ্ববর্তী বরগুনা জেলার গগন স্কুল সংলগ্ন এলাকা থেকে এস আই মো.আল-আমিন’র নেতৃত্বে পুলিশ টিম মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network