ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২
স্টাফ রিপোর্টার /বরিশালের চরমোনাই মাহফিলে যোগ দিতে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ট্রলার আড়িয়াল খাঁ নদে ডুবে গেছে । মঙ্গলবার মধ্যরাতের এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাইয়ে মাহফিলে যোগ দিতে আসছিলেন মুসল্লিদের একটি দল। চরমোনাইয়ের কাছাকাছি আড়িয়াল খা নদীতে ট্রলারটি ডুবে যায়। এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার হয়েছে।তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে অন্তত ৩০ যাত্রী ছিল। কেউ সাঁতরে তীরে উঠেছেন কি না তা তিনি নিশ্চিত নন।
নৌ ফায়ার সার্ভিস কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘রাতে ১ টার দিকে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
এদিকে দুর্ঘটনার কারণ জানা না গেলেও অনেকেই ধারণা করছেন যাত্রীবাহী কোন লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network