ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে গেছে ভ্যান চালক মিলনের বসতঘর। বুধবার রাত আটটায় পৌর শহেরর সুবজবাগ এলাকার এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখায় তার ঘরের তিনের দুই অংশ পুড়ে যায়। তবে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্থ মিলন জানায়, তিনি সন্ধ্যার দিকে ভ্যান নিয়ে কাজের সন্ধানে বাজারে বের হন। পরে তার স্ত্রী ও কন্যা সন্তানও ঘরে তালা মেরে এক প্রতিবেশির বাড়িতে যান। এর কিছুক্ষন পরেই আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস একটি টিম পৌছে আগুন নিয়ন্ত্রন আনে। তিনি আরও জানান, তার ঘরের অর্ধেকের বেশি পুড়ে গেছে। মেরামত করা যাবেনা। পুরো ঘর ভেঙে নতুন করে গড়ে তুলতে হবে। কিভাবে নতুন ঘর তুলবেন সেটা নিয়ে তিনি চিন্তিত হয়ে পরেছেন।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আতিয়ার রহমান বলেন, বিদ্যুতের সর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত ঘটেছে। আমরা পৌছানোর আগেই স্থানীয় জনগন আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network