লালমোহনে করোনার টিকা ॥ মানুষের চাপে ভবনের রেলিং ভেঙে আহত ৮

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

লালমোহনে করোনার টিকা ॥ মানুষের চাপে ভবনের রেলিং ভেঙে আহত ৮

লালমোহন (ভোলা) প্রতিনিধি:: ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রথম ডোজের গণটিকা প্রদানের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করেছেন সাধারণ মানুষজন। শনিবার উপজেলার বিভিন্নস্থানের ৩০ টি কেন্দ্র ও ১০ টি মোবাইল টিমের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষকে টিকা প্রদান করেন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা।
তবে উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ণ ভবনে মানুষের চাপে রেলিং ভেঙ্গে টিকা নিতে এসে আহত হয়েছেন অন্তত ৮ জন। এরা হলেন, রিজিয়া বেগম (৭০), সীমা আক্তার (২৮), পারুল বেগম ( ৬০), ফরিদা ইয়ামিন (৫৬), জুলেখা বিবি (৬০), মিনারা বেগম (৪৯), পারভিন বেগম (৪০) ও রাকসানা বেগম (৩৬)। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসাসহ বিভিন্ন প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
অন্যদিকে, সকাল থেকে করোনা ভাইরাসের প্রথম ডোজের গণটিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা। লালমোহন উপজেলায় এ পর্যন্ত করোনার টিকা পেয়েছেন অন্তত দুই লক্ষ মানুষ।

সংবাদটি শেয়ার করুন