ঢাকা ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
বরিশাল থেকে প্রচারিত অনলাইন নিউজপোর্টাল ‘বরিশালক্রাইম নিউজ’র প্রকাশক এবং ‘নিউজ এডিটরস্ কাউন্সিল, বরিশালের সাধারণ সম্পাদক খন্দকার রাকিবকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ফারুক হোসেন তা নামঞ্জুর তাকে কারাগারে প্রেরণ আদেশ দেন। এই মামলার বাদী বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, করোনা দুর্যোগকালীন জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের পক্ষে ত্রাণ দিতে গিয়ে এক তরুণীকে ধর্ষণচেষ্টা করেন বলে সারফরাজ আহম্মেদ নামের একটি ফেসবুক আইডি থেকে অভিযোগ তোলা হয়। ছবি সংবলিত সেই পোস্টটি ভাইরাল হলে ২০২০ সালের ২১ এপ্রিল খন্দকার রাকিব তার মালিকানাধীন বরিশাল ক্রাইম নিউজ অনলাইন পোর্টালে এনিয়ে ‘বরিশালে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ত্রাণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রচার করেন। এই সংবাদে ছাত্রলীগ নেতা ক্ষুব্ধ হয়ে পত্রিকাটির সম্পাদক এসএন পলাশ, প্রকাশ খন্দকার রাকিবসহ ৭জনের বিরুদ্ধে ২৪এপ্রিল বরিশাল কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
থানা পুলিশ মামলাটি তদন্ত করে সকল আসামিকে অব্যাহতি চেয়ে শুধু মাত্র খন্দকার রাকিবের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। সেই মামলায় রোববার (২৭ ফেব্রুয়ারি) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network