করোনা টিকার ১ম ডোজ/ বরিশালে ৮২ ভাগ টার্গেট পূরণ

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

করোনা টিকার ১ম ডোজ/  বরিশালে ৮২ ভাগ টার্গেট পূরণ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের সাথে বরিশালেও গতকাল তৃতীয় দিনের ন্যায় গণটিকার কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে বরিশাল বিভাগের ৬ জেলায় ১ম ডোজের টিকা টার্গেট জনগোষ্ঠীর মধ্যে ৮২ ভাগ অর্জন করেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানাগেছে, তাদের ৭৮ লাখ ১৬ হাজার জনতা টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সেক্ষেত্রে গণটিকার আগে ১ম ডোজ নিয়েছিল ৫৭ লাখ ৫৯ হাজার জনতা। গণটিকার প্রথমদিনে এই সংখ্যা ছিল ৬ লাখ ৭৯ হাজার আর দ্বিতীয় দিনে টিকা নিয়েছে ৪৮ হাজার জনতা। এতে করে ১ম ডোজের টিকা মোট নিয়েছে ৬৪ লাখ ৮৬ হাজার জন। তেমনি করে ২য় ডোজের টিকা গণটিকার আগে নিয়েছিল ৪৬ লাখ ২৬ হাজার জন। গণটিকার ১ম দিনে ৭ লাখ ৭ হাজার এবং দ্বিতীয় দিনে ১০ হাজার ব্যক্তি ২য় ডোজের টিকা পেয়েছেন। সবমিলিয়ে ২য় ডোজের টিকা নিয়েছে এযাবৎ ৫৩ লাখ ৪৩ হাজার জনে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, তারা টার্গেট পূরণ করার জন্য কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন