ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
পরাজয় নিশ্চিত হওয়ার পরও তা মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। আইনি লড়াই চালিয়ে আরও জটিল পরিস্থিতির দিকেই এগুচ্ছেন বর্তমান এই প্রেসিডেন্ট।
এক বিবৃতিতে ট্রাম্প নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, এই নির্বাচন শেষ হতে ‘আরও অনেক বাকি। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে তার প্রচার শিবির আগামি সপ্তাহে আদালতে যাবে।
তার দাবি, ডেমোক্রেটরা নির্বাচনে জয়ের ভুয়া দাবি করছেন। এছাড়া বাইডেনের জয়ের খবর দেওয়া মার্কিন সংবাদমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেছেন তিনি।
ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় জয় পাওয়ায় শনিবার রাতে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক ইলেকটোরাল ভোট পাওয়া নিশ্চিত হয়ে যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ২৯০টি ইলেকটোরাল ভোট পেয়ে এতে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যেখানে ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার প্রেসিডেন্ট হবার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।
টুইট বার্তায় তিনি বলেন, এই মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করায় সম্মানিত বোধ করছি। আমাদের সামনের কাজ কঠিন হবে। কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমেরিকার সবার প্রেসিডেন্ট হব— আমাকে আপনি ভোট দিয়েছেন কি দেননি, সেটা বিষয় নয়।
কিন্তু প্রবল উত্তেজনাপূর্ণ এই নির্বাচন শেষে হার নিশ্চিত হলেও সহজে হার মানতে রাজি নন র্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী টাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, সহজ কথাটা হল, এই নির্বাচন শেষ হতে আরও অনেক বাকি আছে।
ডেমোক্রেটরা নির্বাচনে জয়ের ভুয়া দাবি করছেন মন্তব্য করে তিনি বলেন, আমরা সবাই জানি, জো বাইডেন কেন জয়ী হওয়ার মিথ্যা দাবি করার জন্য তাড়াহুড়ো করছেন, আর কেন তার মিত্র সংবাদমাধ্যমগুলো তাকে সাহায্য করার এত চেষ্টা করছে। তারা চায় না যে সত্য প্রকাশিত হোক।
আদালতে যাবার ঘোষণা দিয়ে বিবৃতিতে ট্রাম্প বলেন, নির্বাচনের আইন পুরোপুরি মানা হয়েছে এবং ন্যায্য বিজয়ীই ক্ষমতায় বসছেন—এ বিষয়টি নিশ্চিতের জন্য তার প্রচার শিবির আগামী সোমবার নাগাদ আদালতের দ্বারস্থ হবে।
প্রসঙ্গত, ভোট গণনা চলার সময়েই ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোর বেশ কয়েকটিতে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির থেকে মামলা করা হয়েছিল। কিন্তু মামলাগুলো আদালত খারিজ করে দেয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network