ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় সচেতনতা মূলক দূর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার শেষ বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের দক্ষিন চাকামইয়া গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র উদ্যোগে উপজেলা সিপিপি স্বেচ্ছা সেবকরা এতে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি’র উপ-পরিচালক মো.আসাদুজ্জামান খান। এছাড়া উপজেলা সিপিপি’র টিম লীডার আব্দুল মোতালেব ফকির, বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র ‘জনগোষ্ঠির উদ্যোগে দূর্যোগ ঝুঁকি হ্রাস’ প্রকল্প ব্যবস্থাপক মো.শাকিল আহম্মেদ, ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.মকবুল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দূর্যোগ মহড়া শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
বে-সরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের আন্ধারমানিক নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামের অসচেতন মানুষদের সচেতনতার লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। ওই গ্রামের মানুষ প্রত্যক্ষ করেছে দূর্যোগের আগে এবং পরে কী কী করতে হবে। তবে বিদ্যালয়ের মাঠের চার পাশে মহড়া দেখতে গ্রামীন নারী-পুরুষের ভিড় ছিলো চেখে পড়ার মতো।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network