ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২
বরিশালের গৌরনদী উপজেলায় ট্রাকচাপায় বিক্রম বেপারী (১৮) নামের এক মোটর মেকানিক নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে বাসস্ট্যান্ডের দক্ষিণ পার্শ্বে বরিশাল-ঢাকা মহাসড়কে ভুরঘাটাগামী একটি বেপরোয়া গতির ট্রাক তার মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাজনা গ্রামের কালাম বেপারীর ছেলে বিক্রম।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানায়, পেশায় মোটর মেকানিক বিক্রম একটি মোটরসাইকেলটি মেরামত শেষে সেটি মহাসড়কে চালিয়ে পরীক্ষা করছিলেন। এসময় বিপরিত দিক বরিশাল থেকে ভুরঘাটার উদ্দেশে ছেড়ে আসা বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেকানিক বিক্রমের মৃত্যু ঘটে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network