ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২
বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মা ও ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম (৪০) ও তাঁর ছেলে মো. রাকিব (১৬)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ সকালে মা নূরজাহান বেগম তাঁর ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে হেঁটে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকায় ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে মা-ছেলে পৌঁছালে একটি ট্রাক ও পিকআপ ভ্যান ওভারটেক করার সময় তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটিকে জব্দ করে। পরে মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network