ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২২
স্টাফ রিপোর্টার ॥ খুন হওয়া অফিস সহকারীর পরিবারের পাশে দাড়াল তারই সহকর্মীরা। ২০২১ সালে দুবৃত্তের হাতে খুন হন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অফিস সহকারী মোঃ গোলাম মোস্তফা। এরপর অসহায় হয়ে পড়ে তার পরিবার। বরগুনার অফিস সহকারীরা নিজেদের মধ্যে চাঁদ তুলে অসহার এ পরিবারের হাতে তুলে দেন ২০ হাজার টাকা।
গতকাল হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক /কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির চেয়ারম্যান ও উক্ত কলেজের সভাপতি সেলিনা হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ জাহাঙ্গীর মল্লিক , বামনা উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, অফিসার ইনচার্জ জনাব মোঃ বশির আলম,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ বরগুনা জেলার পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলার সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন, বরগুনা সদর উপজেলার সভাপতি মোঃ নাসির উদ্দীন, বেতাগী উপজেলার সভাপতি মোঃ পান্না মিয়া,পাথরঘাটা উপজেলা সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, বামনা উপজেলা সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মোঃ আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনী কর্মচারী পরিষদ বরগুনা জেলার পক্ষ থেকে কলেজের অফিস সহকারী নিহত মোঃ গোলাম মোস্তফার পরিবারকে -২০,০০০/- বিশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়। উল্লেখ্য ২০২১ সালের ১৯ মে গোলাম মোস্তফা (৫০) নৃশংসভাবে খুন হন। এখন পর্যন্ত এ মামলার কোন অগ্রগতি নাই। জাসা গেছে হত্যা মামলাটি পিবিআই তদন্ত করছে ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network