ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২
পটুয়াখালী প্রতিনিধি ॥ নিখোঁজের একদিন পর পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মনোয়ারা সুলতানার মরদেহ নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (২১ মার্চ) সকালে পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট (নদীতে) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে তারা মরদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নৌ-পুলিশের এসআই মামুন বলেন, সোমবার সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় পায়রাকুঞ্জ কালিচান্না খেয়াঘাট থেকে প্রফেসর মনোয়ারা সুলতানার মরদেহ উদ্ধার করেন। পরে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার এসআই মো. মাসুদ রানা জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। তাতে কোন ধরনের আঘাতের আলামত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হয়তো ২৪ ঘণ্টা আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া স্বাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য গত ১৯ মার্চ বিকেল থেকে নিখোঁজ ছিলেন প্রফেসর মনোয়ারা সুলতানা। গত বছর ছোট ছেলে মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network