ভবন পেলো বরিশালের ৪৮ হরিজন পরিবার

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

ভবন পেলো বরিশালের ৪৮ হরিজন পরিবার

বরিশালে হরিজন সম্প্রদায়ের জন্য বহুতল ভবন উদ্বোধন করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সেখানে হরিজন ৪৮ পরিবার পৃথক ফ্লাটে বসবাস করতে পারবে।
রোববার বেলা সাড়ে ১২টায় নগরীর আমীর কুটির এলাকায় হরিজন পল্লীতে এই সেবক কলোনীর উদ্বোধন করা হয়।উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর কাউনিয়া এলাকায় হরিজনদের জন্য আরো দুটি বহুতল ভবন নির্মাণাধীন রয়েছে। শিগগিরই ভবন দুটির কাজ সম্পন্ন হলে সেগুলোও উদ্বোধন করা হবে।
আমীর কুটির এলাকার সেবক কলোনীর নির্মাণব্যয় প্রায় ৬ কোটি টাকা। ৪৮টি ফ্লাটের মধ্যে ৬ তলা ভবনের প্রতি তলায় ৮টি করে ফ্লাট রয়েছে। প্রতি ফ্লাটের আয়াতন ৪৭৭.৭৫ বর্গফুট। প্রতি তলার আয়াতন ৩৮২২ বর্গফুট। এই ভবনের বাসিন্দারা সবাই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী।
২০১৭ সালে ২৪ জানুয়ারি তৎকালীন মেয়র আহসান হাবিব কামাল এই ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেছিলেন। পরে মেয়র ভেক্যুয়াম টাইপ রোড স্যুইপার ট্রাক (রাস্তা ঝাড়– দেয়ার মেশিন) এর উদ্বোধন করেন। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় ১২টি সিটি কর্পোরেশনে এই মেশিন প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন