ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২২
অফিস সহকারীকে মারধরের ঘটনায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়েছে।
তিন দিন আগের এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।
এরই ধারাবাহিকতায় তাদের বহিষ্কারের সুপারিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।
তিনি জানান, প্রত্যয়নপত্র নেওয়া নিয়ে অফিস সহকারী মো. শহিদুল ইসলামকে মারধর করে কয়েকজন বখাটে শিক্ষার্থী। তাদের শনাক্ত করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সৈয়দ শাহারুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম ও তানভীর সানি।
অফিস সহকারী শহিদুল ইসলাম জানান, গত ৩০ মার্চ অফিসে কাজ করার সময় রফিকুল ইসলাম এসে প্রত্যয়নপত্র চায়। তাকে জানানো হয়, অধ্যক্ষ ছাড়া প্রত্যয়নপত্র দেওয়া সম্ভব নয়। তখন তিনি জানান, ছাত্রলীগ নেতা সৈয়দ শাহারুল ইসলাম শান্ত প্রত্যয়নপত্র দিতে বলেছেন। এরপরেও না দিলে কিছুক্ষণ পর শান্ত, তানভীর, টিপু ও রফিকুলসহ ৭/৮জন এসে তাকে মারধর করে। এ ঘটনায় নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরো কয়েকজকে আসামি করে ৩১ মার্চ কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন শহিদুল।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network