ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২২
বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাছুয়া গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গৃহবধূ মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
২৪ বছর বয়সি মরিয়ম ওই গ্রামের মো. মনিরের স্ত্রী। এই দম্পতির সংসারে দুই সন্তান রয়েছে।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
মরিয়মের বোনের ছেলে রবিউল ইসলাম জানান, মঙ্গলবার মনির তার স্ত্রী মরিয়মকে নিয়ে উপজেলার পাতারচর গ্রামে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর মনির সড়কেই তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। মরিয়ম জ্ঞান হারালে মনির ফোন করে তাদের জানায়। এরপর বাড়ি থেকে লোকজন মরিয়মকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, মরিয়মের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network