ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২
পটুয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের এক দিন পর আরমান (১৫) নামের এক কিশোরের নদীতে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী খেয়াঘাট–সংলগ্ন লাউকাঠী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরমান বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের কালাম মিয়ার ছেলে। সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে কাউকে কিছু না বলেই বের হয়ে যায় আরমান। সন্ধ্যায়ও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাঁকে খুঁজতে বের হন। অনেক খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না।
খলিসাখালী খেয়াঘাট এলাকার লোকজন জানান, আজ দুপুরের পর লাউকাঠী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে। পরে ওই পরিবারের লোকজন লাশটি আরমানের বলে শনাক্ত করেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ওই কিশোরের পরনে জিনসের প্যান্ট ছিল। সে নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network