বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২২

বাকেরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

বরিশালের পূর্ব শত্রুতার জেরে রবিউল ইসলাম রনি মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় তার দুই ভাইও আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সোনাপুরা গ্রামে এ ঘটনা ঘটে। রনি মোল্লা ওই গ্রামের মো. ইয়াসিন মোল্লার মেজ ছেলে।

আহতরা হলেন- শহিদুল ইসলাম সোহেল (২৫) ও তৌফিকুল ইসলাম তৌফিক (২২)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, একই এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম মামুন ও তার লোকজন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের ব্যবসায় বাধা দেওয়ায় মামুন ও তার ভাই সুমনের নেতৃত্বে ১৫-২০ জন ইয়াসিন মোল্লার বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রনি মোল্লা, সোহেল ও তৌফিককে কুপিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনি মোল্লার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, আধিপত্য বিস্তার নিয়ে রনি মোল্লা ও মামুনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। ২০২০ সালের আগস্ট মাসে রনি মোল্লার লোকজন মামুনকে কুপিয়ে আহত করেছিলেন। ওই ঘটনার প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন