ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
উজিরপুর : ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, নিহত ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, পরিমল কুমার বাইন, যুগ্ম সম্পাদক এ্যাডঃ সালাউদ্দিন শিপু, এ্যাডঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, রইসুল ইসলাম রিয়ন, সদস্য উত্তম কুমার হালদার, তাপস কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শিপন মোল্লা, পৌর শ্রমিকলীগের আহবায়ক শাহে আলম সিকদার, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, মোঃ ইউসুফ সরদার, কাউন্সিলর বাবুল সিকদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রহিম মাষ্টার, সম্পাদক নজরুল মাঝি, শোলক ইউনিয়ন সম্পাদক মোঃ কুদ্দুস ফকির, জল্লা ইউনিয়ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের নেতা সহদেব কুমার দাস, আবুল কালাম সরদার, দুলাল হোসেন ডাকুয়া, আল আমিনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ২০০৪ সালে বিএনপি-জামায়াত সরকারের মদদে নারকীয় গ্রেনেড হামলায় নিহত ও আহত এবং মাননীয় প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network