ঢাকা ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’ ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মোহাম্মদ আনিসুল করিম গাজীপুর জেলা সদরের বরুদার মুসলিমাবাদ রোড এলাকার মো. ফাইজউদ্দিন আহমেদের ছেলে। তার মৃত্যুতে বরিশাল পুলিশে শোক নেমে এসেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর শারীরিক ও মানসিক অসুস্থতা বোধ করলে ১০ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে তার পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হতে ঢাকায় যান।
সোমবার তিনি প্রথমে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরবর্তীতে আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এক বিবৃতিতে জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network