ঢাকা ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২২

বুবলী আজ ঢাকা তো কাল সাভার, পরশু নারায়গঞ্জ কিংবা ঢাকার আশাপাশ। শুটিংয়ের ব্যস্ততার জন্যই এই ছুটাছুটি তার। এই শুটিং নিয়েই বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন বরিশালে।
এখানেও নতুন একটি ফিল্মের শুটিংয়ের জন্যই বুবলীর অবস্থান। বুবলী জানান, ২০ মে থেকে বরিশালের বরগুনায় মহরতের মাধ্যমে শুরু হয়েছে প্রেম পুরাণ নামে একটি ছবির শুটিং। চলবে আগামী ৩০ মে পর্যন্ত। এই ২০ দিন এখানেই অবস্থান করতে হবে পুরো টিমকে।
ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটি ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন জিয়াউল রোশান ও সাজ্জাদ নামের একজন নবাগত।
বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজিত ছবি এটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়। বরিশালে প্রথম লটের শুটিং হবে। এরপর ঢাকায় ফিরবে টিম। পরে কিছুদিন বিরতি দিয়ে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। প্রথম লটে রোশান না থাকলেও দ্বিতীয় লটে দ্বিতীয় লটের শুটিংয়ে ‘প্রেম পুরান’ ইউনিটের সঙ্গে যুক্ত হবেন তিনি।
এদিকে বুবলী অভিনীত ‘তালাশ’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। যা প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে। সৈকত নাসির পরিচালিত এই ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে সিনেমা হলে।


প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network