ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২২
বিশ টাকার লোভ দেখিয়ে শিশু নির্যাতনের অভিযোগে মো. আব্দুর রাজ্জাক মৃধা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাক দক্ষিণ আদমপুর গ্রামের মৃত কাশেম মৃধার ছেলে।
সালিশ-মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা হওয়ার কথা থাকলেও থানা পুলিশকে জানানো হলে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।
থানাসূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ মে রাত ৯টার দিকে আব্দুর রাজ্জাক মৃধা তাদের গ্রামের এক শিশুকে বাজার থেকে বাড়ি ফেরার পথে ২০ টাকার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে মুখে গামছা পেঁচিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। এ বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসা প্রস্তাব দিয়ে সময়ক্ষেপণ করলে ওই শিশুর বাবা রোববার দশমিনা থানায় অভিযোগ দেন।
অভিযোগের সূত্র ধরে রোববার বিকালে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে থানা পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করে।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় নারী ও শিশু দমন আইনে মামলা করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network