স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব হোসেন খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ভাতিজা ইমদাদ খানকেও মারধর করা হয়েছে।

রোববার সকালে ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের দাবি- তারা ভোটারদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রতিপক্ষের সমর্থকরা এ হামলা চালিয়েছে। এ সময় আহত চেয়ারম্যান প্রার্থীকে অ্যাম্বুলেন্সযোগে কলাপাড়া হাসপাতালে আনার পথে দুপুর ২টার দিকে পৌর শহরের বাদুরতলী এলাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসতে বাধা দেয় সরকারদলীয় সমর্থকরা।

পরবর্তীতে আহত চেয়ারম্যান প্রার্থীর লোকজন ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের সহায়তা চাইলে কলাপাড়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে পৌঁছে দেয়।

কলাপাড়া থানার এসআই তাইয়েবুর রহমান জানান, ৯৯৯ নাম্বার থেকে কল পেয়ে আহত ইউপি চেয়ারম্যান প্রার্থীকে বহন করা অ্যাম্বুলেন্সসহ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তারা।

এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোদাচ্ছের হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এর সঙ্গে দলের কেউ জড়িত না থাকার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন