ঢাকা ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
স্টাফ রিপোর্টার ॥ বরিশালের মেহেন্দিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে কটূক্তি করার সজল কুমার শীল (২৫) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। স্থানীয় খড়কী এলাকা থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সজল কুমার শীল মেহেন্দিগঞ্জ পাতারহাট হাছনা সুপার মার্কেটের পার্টস ব্যবসায়ী শংকরের ছেলে। জানা গেছে- সজল শীল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা:)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সকালে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে সজল পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা শহরে উত্তেজনা বিরাজ করতে থাকলে পুলিশ মঙ্গলবার দুপুর ১টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে যুবককে আটক করতে সক্ষম হয়। এদিকে এই ঘটনায়কে কেন্দ্র করে মুসুল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করায় পুলিশ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশের টহল অব্যাহত রয়েছে।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে। শহরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network