তিন মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২

তিন মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

দেশে তিন মাসের বেশি সময় ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার পর ধীরে ধীরে বাড়ছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের শনাক্ত হয়েছে করোনা; গত ৯০ দিনে এটিই সবচেয়ে বেশি। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এই সময়ে কিছুটা বেড়েছে শনাক্তের হার। নমুনা পরীক্ষা বিবেচনায় সর্বশেষ শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ২৩২ জনের মধ্যে ২১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন; বরিশালে ২ জন, চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ৩ জন এবং ফরিদপুর, কুমিল্লা, জয়পুরহাট ও বগুড়ায় ১ জন করে শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন।

সংবাদটি শেয়ার করুন