ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২
দেশে তিন মাসের বেশি সময় ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার পর ধীরে ধীরে বাড়ছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের শনাক্ত হয়েছে করোনা; গত ৯০ দিনে এটিই সবচেয়ে বেশি। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এই সময়ে কিছুটা বেড়েছে শনাক্তের হার। নমুনা পরীক্ষা বিবেচনায় সর্বশেষ শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৫৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ২৩২ জনের মধ্যে ২১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন; বরিশালে ২ জন, চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ৩ জন এবং ফরিদপুর, কুমিল্লা, জয়পুরহাট ও বগুড়ায় ১ জন করে শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network