ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২
বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সদস্য গিয়াসউদ্দিন বাবুল মোল্লা হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরবাসীর ব্যানারে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, সাইফুল আহসান আজিম, মাহবুবুর রহমান পিন্টু এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network