মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগে বিরোধ ॥ পৌর সেক্রেটারীর ২ হাতের রগ কর্তন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক লীগে বিরোধ ॥  পৌর সেক্রেটারীর ২ হাতের রগ কর্তন

বরিশাল মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরীকে (২৯) কুপিয়ে জখম করাসহ দুই হাতের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাত ৮টার দিকে পৌরসভার পাতারহাট বন্দর গরুর হাট এলাকায় তার ওপর এ হামলা চালানো হয়। আহত রাতুল চৌধুরী মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলার জগলুল হায়দার চৌধুরীর ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

পুলিশ কর্মকর্তা জানান, রাতুলের দুই হাতের রগ কাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভাসকুলার সার্জন না থাকায় গভীর রাতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

রাতে হাসপাতালে নেওয়ার পর ঘটনার একটি বর্ণনা পুলিশকে দিয়েছেন আহত রাতুল। তিনি বলেছেন- সোমবার রাত ৮টার দিকে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা করে।
বেধড়ক মারধরের পর চাকু দিয়ে রাতুলের দুই হাতের রগ কাটা হয়। দা দিয়ে মাথা, পিঠ, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তাকে রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা।

হামলাকারীদের মধ্যে কয়েকজনের নামও রাতুল পুলিশকে বলেছেন। তবে রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল বলেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতার নেতৃত্বে এ হামলা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাতুলের খালাতো ভাই আহসান হাবিব জুম্মান।’

সংবাদটি শেয়ার করুন