ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২
বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে গরু বহনকারী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকতরা গরু ব্যবসায়ীদের মারধর করে সাথে থাকা নগদ ৩০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গরু ব্যবসায়ীদের বরাত পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ৭/৮ জন গরু ব্যবসায়ী ও তাদের ১৫ জন লোক ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে ট্রলারে করে মেঘনা নদী পাড়ি দিয়ে নোয়াখালীর লক্ষীপুরের মোল্লারহাটে যান। বিকেল সাড়ে ৩ টার দিকে রওনা হওয়ার কথা থাকলেও ঈদের কেনাকাটা করতে গিয়ে তাদের দেড়ি হয়। তাই বিকেল ৫ টার দিকে বিক্রি না হওয়া ১০টি গরু নিয়ে মোল্লারহাট থেকে পুনরায় তারা মেহেন্দিগঞ্জের উদ্দেশে ট্রলারে করে রওনা করেন। কিন্তু তাদের ট্রলারটি মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট বরাবর মেঘনা নদীতে পৌঁছালে পেছনে একটি ট্রলার দেখতে পায়। ব্যবসায়ীরা প্রথমে মনে করেছিল সেটি জেলেদের ট্রলার। পরে ট্রলারটি তাদের ট্রলারের কাছে আসে এবং সেই ট্রলার থেকে যুবক শ্রেণির ৭/৮ জন লোক তাদের ট্রলারে ওঠে। এসময় তাদের ট্রলারে থাকা মাঝি-ব্যবসায়ীসহ সকলকে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে। এতে ট্রলার মাঝি এবং গরু ব্যবসায়ী মাঈনুল বেপারী মারাত্মক জখম হন। মারধরের একপর্যায়ে ব্যবসায়ীদের কাছে থাকা গরু ও ছাগল বিক্রির ৩০ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের ও ট্রলারে থাকা ১০টি গরু উদ্ধার করে।
বুধবার বিকেল ৪টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন- এই ঘটনায় এখনও কোনো ব্যবসায়ী লিখিত অভিযোগ করেনি। কিন্তু তারপরেও বিষয়টি বিভিন্ন মাধ্যম নিশ্চিত হয়ে থানা পুলিশ তদন্ত করার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network