বরিশালে গরু বহনকারী ট্রলারে ডাকাতি ॥ ৩০ লাখ টাকা লুট

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২

বরিশালে গরু বহনকারী ট্রলারে ডাকাতি ॥ ৩০ লাখ টাকা লুট

বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে গরু বহনকারী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকতরা গরু ব্যবসায়ীদের মারধর করে সাথে থাকা নগদ ৩০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গরু ব্যবসায়ীদের বরাত পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ৭/৮ জন গরু ব্যবসায়ী ও তাদের ১৫ জন লোক ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে ট্রলারে করে মেঘনা নদী পাড়ি দিয়ে নোয়াখালীর লক্ষীপুরের মোল্লারহাটে যান। বিকেল সাড়ে ৩ টার দিকে রওনা হওয়ার কথা থাকলেও ঈদের কেনাকাটা করতে গিয়ে তাদের দেড়ি হয়। তাই বিকেল ৫ টার দিকে বিক্রি না হওয়া ১০টি গরু নিয়ে মোল্লারহাট থেকে পুনরায় তারা মেহেন্দিগঞ্জের উদ্দেশে ট্রলারে করে রওনা করেন। কিন্তু তাদের ট্রলারটি মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর চরের ৮ নম্বর ঘাট বরাবর মেঘনা নদীতে পৌঁছালে পেছনে একটি ট্রলার দেখতে পায়। ব্যবসায়ীরা প্রথমে মনে করেছিল সেটি জেলেদের ট্রলার। পরে ট্রলারটি তাদের ট্রলারের কাছে আসে এবং সেই ট্রলার থেকে যুবক শ্রেণির ৭/৮ জন লোক তাদের ট্রলারে ওঠে। এসময় তাদের ট্রলারে থাকা মাঝি-ব্যবসায়ীসহ সকলকে লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে। এতে ট্রলার মাঝি এবং গরু ব্যবসায়ী মাঈনুল বেপারী মারাত্মক জখম হন। মারধরের একপর্যায়ে ব্যবসায়ীদের কাছে থাকা গরু ও ছাগল বিক্রির ৩০ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের ও ট্রলারে থাকা ১০টি গরু উদ্ধার করে।
বুধবার বিকেল ৪টার দিকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন- এই ঘটনায় এখনও কোনো ব্যবসায়ী লিখিত অভিযোগ করেনি। কিন্তু তারপরেও বিষয়টি বিভিন্ন মাধ্যম নিশ্চিত হয়ে থানা পুলিশ তদন্ত করার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন