সাবিনা, কনকচাঁপা ও মমতাজদের সঙ্গে গান শোনাবেন মাহফুজুর রহমান

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২২

সাবিনা, কনকচাঁপা ও মমতাজদের সঙ্গে গান শোনাবেন মাহফুজুর রহমান

গত ১৫ জুলাই প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করেছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা।

বর্ষপূর্তি উপলক্ষ্যে চ্যানেলটি গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদান রাখার ৭ জন গুনীকে প্রদান করছে পাচ্ছেন আজীবনা। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফেরদৌসী রহমান, সুজাতা আজিম, দিলারা জামান, আবুল হায়াত, মো: ‍খুরশিদ আলম, নওয়াজীশ আলী খান এবং এম শামসুল হুদা। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে এটিএন বাংলার ষ্টুডিওতে আজ রাত ৭টা৩০ মিনিটে গুনীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। পুরস্কার প্রদান পর্ব উপস্থাপনা করবেন জ ই মামুন।

এ আয়োজনে এতে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, মমতাজ, রফিকুল আলম, কনকচাপা, বাপ্পা মজুমদার, শুভ্র দেব, ঐশি এবং ড. মাহফুজুর রহমান। নৃত্য পরিবেশন করবেন তারিন, সোহানা সাবা, মেহজাবিন, শখ, ইমন, চাঁদনী, নিসা, তমা মির্জা, দিঘি, স্মিতা ও ফ্লাই ফারুক।

আলী আজগর ইমন এর গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ এবং রুমানা আফরোজ। অনুষ্ঠানটি সরাসরি এটিএন বাংলার সম্পপ্রচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন