ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২
গাজীপুর থেকে পদ্মাসেতু হয়ে কুয়াকাটায় যাওয়ার পথে বরিশালের উজিরপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ছয়জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণপুর নছের মার্কেট এলাকায় একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে যার যার পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের ফজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে হারুনর রশীদ, জয়ের টেক গ্রামের রহমানের ছেলে জালাল হোসেন, হাসান আলীর ছেলে আব্দুস সালাম, জব্বারের ছেলে শহিদুল ইসলাম ও আহাকি এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাসান।
এলাকাবাসী ও ভ্রমণসঙ্গীরা জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৬টার সময় পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশে দুটি মাইক্রোবাসে ২৩ জন সফরসঙ্গী নিয়ে রওনা হন তারা। দুর্ঘটনাকবলিত মাইক্রো বাসে ১০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৬ জন মারা গেছেন ও বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এক প্রতিবেশী জানান, নিহতের বাড়ি পাশাপাশি এলাকায়। পারস্পরিকভাবে সবাই সবার আত্মীয়-স্বজন। এই গ্রামে আগে কখনো একসঙ্গে এত লোকের মৃত্যু হয়নি। এটা মেনে নেয়া কষ্টকর।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network