ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২
ভোলার লালমোহনের মেঘনা নদীতে জেলে নৌকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করা হয়েছে। এসময় পুলিশ জলদস্যুদের কাছ থেকে বটি দা, ছোড়া, দা ও করাতসহ ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার রাতে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১২ জনের একটি জলদস্যুর দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জেলেরা ডাকচিৎকার করলে অন্যান্য জেলেরা ছুটে এসে ডাকাতদের চারদিকে ঘিরে ফেলে। কয়েকজন পালিয়ে যেতে পারলেও স্থানীয়রা ৬ ডাকাতকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের কাছ থেকে ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
লালমোহন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ডাকাতদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটককৃতদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network