নগরী থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

নগরী থেকে ২ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ সদস্যরা। ১১ নভেম্বর রাত সাড়ে ৪ টার দিকে ২ নং ঘাটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬২ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো বরিশাল জেলার গৌরনদী উপজেলার সাং-জঙ্গলপট্রি এলাকার মৃত আবুল হোসেন স্বর্ণামাতের পুত্র মোঃ ইউসুফ হোসেন স্বর্ণামাত(২৯) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমান গন্ডা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ ইয়াছিন মিয়া(২১)।

এঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন